আনসার আল ইসলামের ২ সদস্য আটক
১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১১। রোববার ভোরে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন— শাহদাত হোসেন সজীব ওরফে নাঈম (৩২) ও ইসতিয়াক আহমেদ ওরফে রবিন ওরফে অভি (২৮)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সারাবাংলাকে জানান, আটক দুজনের মধে্য একজন আনসার আল ইসলামের মিডিয়া শাখা এবং অপরজন সামরিক শাখার সক্রিয় কর্মী।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এসআর/আইজেকে