Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এতিমের টাকায় খালেদার স্পর্শও ছিল না’


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৭

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এতিমের টাকায় খালেদা জিয়ার স্পর্শও ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ আমাদের নেত্রী কোনো অপরাধ করেননি। কোনো দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তাকে দুর্নীতির আইনে বিচারও করা হয়নি। এতিমের টাকা মারার কথা বলে ওরা (আওয়ামী লীগ)? এতিমের টাকায় বেগম খালেদা জিয়ার কোনো স্পর্শও ছিল না। আদালতও বলে নাই তিনি এতিমের টাকা মেরেছেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন বা পরিচালনায় খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল না দাবি করে তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ কোনোভাবে প্রমাণ করতে পারে নাই জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল। তিনি এসব টাকা সম্পর্কে জানতেন, এটা প্রমাণের জন্য যে নথিপত্র পেশ করা হয়েছে সেখানে তার কোনো দস্তখত নাই।’

যেসব নথিপত্র হাজির করা হয়েছে সে সব নতীপত্র কাটা-ছোড়া, ঘষা-মাজা এবং ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসন অবসান হওয়ার পরও ৯৩ সালে বানানো কাগজে রাষ্ট্রপতির কার্যালয়ের প্যাড ব্যবহার করা হয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত না হলে প্রথম দিকেই আদালত এ মামলা বাতিল করতে পারত কিংবা অন্তত  খালেদা জিয়াকে বাদ দিতে পারত— বলেন নজরুল।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই সাজা দেওয়ার পরও সরকারের প্রতিহিংসা শেষ হয় নাই। তিন দিন তাকে ডিভিশন দেওয়া হয় নাই। সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। এটা সরকারের প্রতিহিংসা ছাড়া আর কী হতে পারে?’

বিজ্ঞাপন

‘কিন্তু এই প্রতিহিংসায় কী হয়েছে? হয়েছে এই, তিনি ছিলেন আপসহীন দেশনেত্রী, আজকে তিনি বাংলাদেশের লক্ষ্য-কোটি মানুষের কাছে মা হয়ে গেছেন। মা’র চেয়ে বেশি শ্রদ্ধা কেউ পায় না। আজকে সারাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের সব চেয়ে বেশি শ্রদ্ধার পাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়’- বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। রাজনীতিবিদরা জনগণকে বিচারক মনে করে। আর জনগণের রায়ে খালেদা জিয়া বেকসুর খালাস পেয়েছেন। তার মুক্তির দাবিতে স্বাক্ষর করার জন্য মানুষ আগ্রহ নিয়ে বসে আছে।’

জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি আহসানুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিবা সানু, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান টিপু, হান্নান মাসুদ, ঢাকা মহানগর জাসাসের আহ্বায়ক মীর সানাউল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর