জাতীয় প্রেসক্লাবের গ্রন্থাগারে যুক্ত হলো ‘মুক্তিযুদ্ধ কর্নার’
১৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৪
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের গ্রন্থাগারে যুক্ত হলো ‘মুক্তিযুদ্ধ কর্নার’। এই কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন ধরনের বই। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রেস ক্লাবের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ধোধন করেন সিনিয়র সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরীসহ অন্যরা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘এই মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন প্রেসক্লাবের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশুন্য করতে চেয়েছিল।’
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন- লাইব্রেরি ও রেফারেন্স উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম।