Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে ম্রিয়মাণ হতে দিও না, গ্রেটাকে মিশেল


১৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯

কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে আলোচনা-সমালোচনা দুটোই তুঙ্গে। অনেকের কাছে গ্রেটা যেমন প্রদীপের আলো হাতে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের মতো, আবার কেউ কেউ তাকে বদরাগী আখ্যা দিয়েছেন। যে কি না স্বল্পজ্ঞানে হাইপ তুলে একটি প্রজন্মকে দিকভ্রান্ত করার চেষ্টা করছে। খবর সিএনএনের।

এ ধরুন সাম্প্রতিক ঘটনাটি, গ্রেটা জিতলেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরার খেতাব। ট্রাম্প গ্রেটাকে খোঁচা দিয়ে বললেন, তার রাগ কমানো উচিত। বর্ষসেরা হওয়া হাস্যকর। গ্রেটা সে কথাই তুলে দিলে তার টুইটার বায়োতে। এসব দেখে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পরামর্শ, গ্রেটা যেন অন্যের প্ররোচনায় নিজের আলো না হারায়!

বিজ্ঞাপন

মিশেল টুইটারে লেখেন, অন্যের জন্য নিজের আলো ম্রিয়মাণ হতে দিও না। ভিয়েতনাম ও পৃথিবীর বিভিন্ন দেশে আমি যেমন মেয়েদের জেনেছি, পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। যারা তোমার প্রতি সন্দেপোষণ করে তাদের এড়িয়ে যাও এবং জেনে রেখ, লাখো মানুষ তোমাকে বাহাবা দিচ্ছে।

গ্রেটা থুনবার্গ ডোনাল্ড ট্রাম্প মিশেল ওবামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর