Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা


১৪ ডিসেম্বর ২০১৯ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিসসহ সাধারণ চিকিৎসা সেবা এবং কম্বল বিতরণ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আব্দুল কুদ্দুস ধীরন।

এছাড়াও যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ১১০ রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।

বিজ্ঞাপন

কম্বল বিতরণ যমুনা ব্যাংক যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর