Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে নেওয়ার পথে নছিমন উল্টে রোগীর মৃত্যু


১৪ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় হাসপাতালে নেওয়ার পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে আশেনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার স্বামী জালাল উদ্দীন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। জালাল উদ্দীনের বাড়ি উপজেলার জালশুকা গ্রামে।

জালাল উদ্দীনের পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। জালাল উদ্দীন তাকে স্থানীয় আলমগীর হোসেনের নছিমনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। হাটবোয়ালিয়া সড়কে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশেনা খাতুনকে মৃত ঘোষণা করেন। জালাল উদ্দীন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শায়লা আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশেনা খাতুনের হাইপারটেনশন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কিংবা হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হতে পারে।

দুর্ঘটনা নছিমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর