Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যেতে ট্রাফিক নির্দেশনা


১৪ ডিসেম্বর ২০১৯ ২০:২৪

ঢাকা: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যেতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

ওই দিন রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী আমিন বাজার ব্রিজ হয়ে সাভার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাস, মিনিবাস, ট্রাক, লরি এবং ভারী যান চালকদের বিকল্প পথ হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর ক্রসিং হয়ে আশুলিয়া সড়ক ব্যবহার করা জন্য অনুরোধ করা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার পর্যন্ত ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা যাতায়াত করবেন। তাই আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যান চালকদেরও বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। তাদের নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যান চালকদের কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করতে বলা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধ ট্রাফিক নির্দেশনা মহান বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর