Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় নিয়ন্ত্রিত যান চলাচল


১৪ ডিসেম্বর ২০১৯ ২০:৪২

ঢাকা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ পরিবেশন করবে সম্মিলিত বাহিনী। ওই দিন সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারবে। বাকিদের বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

যে পথগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে:

খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর; শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড; বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কুচকাওয়াজ জাতীয় প্যারেড স্কয়ার ডিএমপি ট্রাফিক মহান বিজয় দিবস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর