দূষণরোধে ৩০ লাখ প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধন
১৫ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৭
ঢাকা: দূষণরোধে সচেতনতা সৃষ্টি ও ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহৃত ৩০ লাখ প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা নানা প্রতিকৃতি প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে ৬ দিন ব্যাপী (১৫-২০ ডিসেম্বর) এই বোতল প্রদর্শনীর এ উদ্বোধন করা হয়।
‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারাদেশ থেকে কুড়িয়ে সংগ্রহ করা ৩০ লাখ ব্যবহৃত প্লাস্টিক বোতলের এ প্রদর্শনীর আয়োজন করে। পরিচ্ছন্নতায় প্লাস্টিকসামগ্রী ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি করতে ডিএনসিসির পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়েছে।
৩০ লাখ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের জন্য মারাত্মক দূষণকারী প্লাস্টিক বোতল দিয়ে সাজানো জনসচেতনতামূলক এ প্রদর্শনীতে আছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফুট বাই ৭১ ফুটের একটি নৌকা, প্লাস্টিকের বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিসহ নানা রকমের সামগ্রী।
প্লাস্টিক বোতল উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘প্লাস্টিক পণ্য ডিকম্পোস্ট হতে প্রায় ৪৫০ বছর লাগে। প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, গ্রিন হাউজ ইফেক্ট তৈরি করে, সামদ্রিক জীবন ও জীববৈচিত্র্য ধ্বংস করে। বিশ্বে প্রায় ৯.৬ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে, এর মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা হবে। অবশিষ্ট ৯০ শতাংশ প্লাস্টিক আমাদের পরিবেশে থেকে যাবে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।’
প্লাস্টিকের বোতল দোকানে ফেরত দিয়ে ভোক্তাকে কিছু অর্থ ফেরত দিয়ে প্লাস্টিক বোতলের রিসাইকেল করা যেতে পারে উল্লেখ করে মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ব্যবসা করবেন, অথচ সমাজকে কিছু দেবেন না এটা হতে পারে না।’ বিজয় দিবসের প্রাক্কালে মেয়র সবাইকে এ শহর পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএনসিসির সচিব রবীন্দ্র বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. মঈন সরকারসহ অন্যরা।
৩০ লাখ প্লাস্টিক বোতল ঢাকা উত্তর সিটি করপোরেশন প্লাস্টিক প্লাস্টিকের বোতল