Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১৪


১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৫

নেপালে তীর্থযাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৮ জন। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।

রোববার (১৫ ডিসেম্বর) নেপালের মধ্যাঞ্চলের সিন্ধু পালকে এই দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি রাজধানী কাঠমুন্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বাসের তীর্থযাত্রীরা দোলাখা জেলার একটি হিন্দু মন্দির থেকে ফিরছিলেন।

পুলিশ কর্মকর্তা প্রাজওয়াল মাহারজান এএফপিকে বলেন, দুর্ঘটনায় ১২ জনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

পাহাড়ি ঝুঁকিপূর্ণ রাস্তা, চালকের ভুলে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসে অপর একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়েছিল।

 

 

 

নেপাল বাস দুর্ঘটনা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর