উপজেলা পরিষদ নির্বাচন: ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল একজনের
১৫ ডিসেম্বর ২০১৯ ১৬:১০
চাঁদপুর: আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, বাছাই পর্বে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। ভুল তথ্য দেওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ বেগম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
চেয়ারম্যান পদে লড়বেন আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, বিএনপি মনোনীত মো. ইসহাক খোকন, স্বতন্ত্র প্রাথী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোতালেব জমাদার, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারী।
ভাইস চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, উপজেলা বিএনপির দফতর সম্পাদক জিএম ফজলুর রহমান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, সমাজসেবক জহির আহমেদ, খোকন ভূঁইয়া, ওয়াসীম পাটোয়ারী, তাফাজ্জল মাল, খোরশেদ ভূঁইয়া ও মো. কাশেম।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নাজমা বেগম এবং বিএনপি থেকে ফাতেমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলার ৩১টি কেন্দ্রে ২শ’ বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।