Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারি থেকে অবৈধ ডিটিএইচে’র বিরুদ্ধে অভিযান শুরু: তথ্যমন্ত্রী


১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:০১

ঢাকা: আগামী বছরের শুরুতেই অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) প্রযুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। অবৈধ ডিটিএইচ পরিচালনাকারীদের বিরুদ্ধে ১ জানুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব অবৈধ ডিটিএইচ সরিয়ে নিতে হবে। কারণ অবৈধ ডিটিএইচের মাধ্যমে বাংলাদেশ থেকে ৭০০ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এজন্য এই অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে আমরা ১৬ ডিসেম্বর থেকে অভিযান শুরু করবো বলেছিলাম। সঙ্গত কারণে আরও ১৫ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে সরিয়ে না নিলে আগামী ১ জানুয়ারি থেকে অভিযান পরিচালনা করা হবে। ডিটিএইচ সংযোগ যারা লাগিয়েছেন এবং যারা ব্যবহার করছেন উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আলজেরিয়া, জার্মানি, ব্রাজিল, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, নেপাল, চায়না, ভারত, থাইল্যান্ড, ফিলিপিনস, পর্তুগাল, পোল্যান্ড, মালদ্বীপ, কোরিয়া, সাউথ আফ্রিকা, তুরস্কসহ ২০ দেশের ৩৬ জন সাংবাদিক ৮ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই দুই দিনের সফরে তারা সুন্দরবন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার দর্শনে যাবেন। এছাড়াও দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একইসঙ্গে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। বিজয় দিবসের দিন তারা প্যারেডও দেখবেন।’

বিজ্ঞাপন

এসময় বিদেশি সাংবাদিকদের সামনে বাংলাদেশের নানা সফলতা তুলে ধরেন তথ্যমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য্য ঘুরে দেখতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

অবৈধ ডিটিএইচ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর