Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুঃখিত’ ও ‘গর্বিত’ করবিন


১৬ ডিসেম্বর ২০১৯ ০৫:২৪

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জেরেমি করবিন সাড়া ফেলবেন বলে আশা করা হচ্ছিল। উল্টো তার নেতৃত্বে লেবার পার্টি হেরেছে শোচনীয়ভাবে। দলের এমন পরাজয়ে স্বভাবতই দুঃখিত হয়েছেন করবিন। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, লেবারদের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে তিনি ‘গর্বিত’। খবর বিবিসির।

সানডে মিরর ও দ্য অবজারভারে এক লেখায় করবিন এই অনুভূতি জানান। লেবারদের পরাজয় স্বীকার করে করবিন লেখেন, আমি এ নিয়ে কোনো অস্পষ্টতা রাখব না। যারা দেশে পরিবর্তন চেয়েছিলেন নির্বাচনের এই ফল তাদের জন্য আঘাত।

বিজ্ঞাপন

এই লেবার নেতা আরও লেখেন, ক্ষমা চেয়ে বলছি, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। পরাজয়ের জন্য আমি আমার দায় নিচ্ছি।

তবে লেবারদের নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত বলে জানিয়েছেন।  যা নির্বাচনে আশার সঞ্চার করেছিল।

ধারণা করা হচ্ছে নির্বাচনে এই পরাজয়ের কারণে আগামী বছরের শুরুতে দায়িত্ব থেকে সরে দাঁড়বেন তিনি। লেবার পার্টির দায়িত্ব নিতে পারেন লিসা নন্দী বা জেস ফিলিপস।

গত ১২ ডিসেম্বরের নির্বাচনে কনাজরভেটিভ পার্টি ৩৬৫ আসনে জয় পায়, বিপরীতে লেবাররা পায় ২০৩ আসন। এবারই ৩০ বছরের মধ্যে কনজারভেটিভদের সবচেয়ে বড় জয় পেয়েছে কনজারভেটিভরা। বিপরীতে ১৯৩৫ সালের পর সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হয়েছে লেবার পার্টিকে।

 

 

জেরমি করবিন টোরি পার্টি বরিস জনসন লেবার পার্টি সাধারণ নির্বাচন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর