Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক অপশক্তির কারণে এখনো সুসংহত হয়নি স্বাধীনতা’


১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তবে যতকিছুই হোক না কেন রাজাকারের উত্তরসুরীদের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ও তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।’

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ওবায়দুল কাদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা টপ নিউজ সুসংহত

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর