বোয়ালখালীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় ছেড়ে লোকালয়ে আসা হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। গত মাসে একই উপজেলায় হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
হাতের আক্রমণে নিহতের নাম রূপন দাশ (৪২)। সে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের যতীন্দ্র দাশের ছেলে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘করলডেঙ্গা পাহাড় থেকে নেমে আসা হাতির পাল গত তিনদিন ধরে জ্যৈষ্ঠপুরা-খরণদ্বীপসহ আশপাশের গ্রামে ঘোরাফেরা করছে। আজ ভোর ছয়টার দিকে জ্যৈষ্ঠপুরা গ্রামে সূর্যব্রত বিলে কাজ করছিলেন কৃষক রূপন দাশ। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।’
এদিকে রূপনের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক হেলাল উদ্দীন।
উল্লেখ্য, এর আগে গত মাসেও ৯টি হাতির একটি পাল করলডেঙ্গা পাহাড় থেকে বোয়ালখালীর লোকালয়ে ঢুকে পড়ে। এর পর ২৪ নভেম্বর হাতির দল ফিরে যাবার সময় উপজেলার বিভিন্ন স্থানে আক্রমণে তিনজনের মৃত্যু হয়।