Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউ’তে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা


১৬ ডিসেম্বর ২০১৯ ১৫:১৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের ৫ সদেস্যের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ করেছেন।

সোমাবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেন।

পরিবারের সদস্যরা হলেন- মেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার।

সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন,আদালতে দাখিল করা হাসপাতালের মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাকে জামিন না দেওয়া নজিরবিহীন। তিনি জানান, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা থাকলেও কোন এক অজ্ঞাত কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। এক মাস চার দিন পর আজ সোমবার খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা হচ্ছে।

জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া জেল কোড অনুযায়ী মাসে দুই বার (প্রতি ১৫ দিন অন্তর) পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন।

খালেদা জিয়া বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর