Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ের কপি তৈরি করতে সময় লাগে : আইনমন্ত্রী


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : খালেদা জিয়ার রায়ের কপি দিতে বিলম্ব হওয়ায় আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি একজন আইনজীবী হিসেবে একুটু জানি-বুঝি ৬৩২ পাতা তৈরি করতে একটু-আধটু সময় লাগে। আনরিজনেবল দেরি করাটা ঠিক না। রিজনেবল টাইম যদি নেয়, তাকে সেই সময় দিতে হবে।’

সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) কী বলছে, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাইনি। একটা রায়ের কপি পেতে হলে রায়টা কত বড় সেটার ওপর নির্ভর করে তাড়াতাড়ি রায়ের কপি দেওয়া হবে।’

 

বিএনপি সরকারের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মওদুদ আহমদ সাহেব আইনমন্ত্রী থাকাকালীন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পাইনি। মওদুদ আহমেদ সাহেব সরকারে থাকাকালীন ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করার কোনো পদক্ষেপ পাই নাই।’

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের ১১ দিনেও আইনি প্রক্রিয়া চালিয়ে রায়ের কপি পাননি খালেদার আইনজীবীরা। তবে রোববার আদালত জানিয়েছে, সোমবার রায়ের কপি পাওয়া যাবে।

রায়ের কপি দিতে দেরি হওয়ায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার খালেদা জিয়াকে দীর্ঘমেয়াদে কারাগারে রাখতে চায়। সরকারের হস্তক্ষেপে রায়ের কপি পেতে দেরি হচ্ছে।

বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে, সরকারের এখানে (রায়ের অনুলিপি না পাওয়া) কোনো হাত নেই। উনি আপিল করবেন সেটাই আমরা চাই।’

বিজ্ঞাপন

খালেদার মামলার অর্থের পরিমাণ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘১৯৯৩ সালে দুই কোটির টাকার দুর্নীতি বর্তমানে ৩০০ কোটি টাকার সমান। ১৯৯৩ সালে দুই কোটি টাকায় অনেক কিছু হত, গুলশানে এক বিঘা জমি পাওয়া যেত।’

 

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর