Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পেটেও ব্যথা হচ্ছে খালেদা জিয়ার, ঠিকমতো খেতে পারছেন না’


১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:১৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে জমা দেওয়া মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়া শরীর খুবই খারাপ। এখন তার পেটেও ব্যথা হচ্ছে, ঠিকমতো খেতে পারছেন না। তিনি হাঁটা-চলা করতে পারছেন না। চিকিৎসকরা ঠিকমতো ওষুধ দিচ্ছে না। এখানে কিভাবে তিনি বাঁচবেন?’

বিজ্ঞাপন

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার ডায়াবেটিকস কন্ট্রোলে আসছে না, সুগার ১২ এর নিচে কখোনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।’

প্যারোলে মুক্তির ব্যাপারে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে কোন কথা হয়নি। তারা খালেদা জিয়াকে তো জামিন দিলেন না। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন দিলে তো উনি পালিয়ে যাচ্ছেন না কিন্তু আদালত যা করেছে তা নজিরবিহীন।’

খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউ’তে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা

এর আগে, সোমবার বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান সেলিমা ইসলামসহ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। এর আগে, সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে (বিএসএমএমইউ) তার স্বজনরা সাক্ষাৎ করেন। সেসময় সেলিমা ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) শরীর ভালো না, হাতের আঙুল ও পায়ের আঙ্গুল বেঁকে গেছে। প্রায়ই অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না।

কারাবন্দি খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ মেডিকেল বোর্ড সেলিমা ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর