Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখতে নেভালে ভিড়


১৬ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৭

চট্টগ্রাম ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের নেভাল জেটিতে যুদ্ধজাহাজটি উন্মুক্ত হয়, যা দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

সমুদ্র অভিযানের অধিনায়ক ক্যাপ্টেন জহিরুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিবছর এটা করে থাকি। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর সাধারণ মানুষের জন্য আমরা জাহাজ ওপেন করে দেই। তারা প্রতিবছরই উৎসাহ নিয়ে আমাদের কর্মকাণ্ড দেখতে আসেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নৌবাহিনীর জাহাজগুলো কিন্তু অপারেট করা হয় সমুদ্রে। সাধারণ মানুষের তো সেখানে যাবার সুযোগ নেই। সেজন্য প্রতিবছর যখন নেভালে ওপেন করা হয়, মানুষ দেখতে আসেন। এতে মানুষের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক তৈরি হয়। তারা দেখার সুযোগ পান আমরা কী করছি সেটা।’

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।

টপ নিউজ বিজয় দিবস সমুদ্র অভিযান

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর