Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের আনন্দে ‘ঘরছাড়া’ রাজধানীবাসী


১৬ ডিসেম্বর ২০১৯ ২০:৫৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহান বিজয় দিবস উদযাপনে মেতেছে রাজধানীবাসী। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা উদযাপন করছেন বিজয়ের আনন্দ। এ উপলক্ষে রাজধানীর প্রতিটি বিনোদন কেন্দ্র মানুষের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিনোদন পার্কগুলো ছিলো কানায় কানায় পরিপূর্ণ। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে মানুষেরা প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হন। বিজয় দিবস স্মরণে রাখতে প্রত্যেকেই তাদের ক্যামেরার ছবি তুলে রাখছেন।

লাল সবুজ শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া পড়ে রাস্তায় জাতীয় পতাকা নিয়ে নেমে পড়েছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। কারও হাতে বাংলাদেশের পতাকা, কারও বা মাথায়। আবার অনেকেই সারা শরীরে বাংলাদেশের পতাকা জড়িয়ে রেখেছেন। শহরের প্রায় প্রতিটি বাস, রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনে উড়ছে বিজয়ের নিশান।

বিজ্ঞাপন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শিল্পকলা একাডেমি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, হাতিরঝিল এলাকায় ছিলো মানুষের উপচে পড়া ভিড়। জাতীয় পতাকা নিয়ে শিশু থেকে করে সব বয়সের মানুষই বিজয়ের আনন্দে উদ্বেল।

কল্যাণপুর এলাকা থেকে বন্ধুকে হাতিরঝিলে ঘুরছিলেন বিল্লাল হোসেন। তিনি সারাবাংলাকে জানান, অফিস ছুটি তাই ঘুরতে এসেছেন। বেলা তিনটার সময় বের হয়ে বেশ ভালোই সময় পার করছেন তারা।

চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন ইউসুফ হোসেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘পরিবারের লোকজন নিয়ে চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন ঘুরেছি। অনেক ব্যস্ততার মধ্যে একদিন ফ্রি সময় কাটাতে বেশ লাগছে। পরিবারের সবাইকে নিয়ে বিজয়ের দিনে বেশ মজা করেছি।’

বিজয় দিবস উপলক্ষে রমনা বটমূলে ঘুরতে এসেছেন রিলা চৌধুরী। তিনি বলেন, ‘পারিবারিক অনেক কাজ থাকায় তেমন বাইরে ঘোরা হয়না। এজন্য বিজয় দিবসের ছুটি কাজে লাগিয়ে আজ সকলের দিকে ঘুরতে বের হয়েছি। দুপুরে টিএসসি চত্ত্বরে খাওয়া-দাওয়া শেষ করেছি। রমনা পার্ক ঘুরে রাতে পুরান ঢাকায় খাবার খেয়ে বাসায় ফিরবো।’

এদিকে, রোববার (১৬ ডিসেম্বর) নানা আয়োজন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ পালন করছে বিজয়ে ৪৯তম বছর। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে বাজছে বিজয়ের গান।

বিজয় দিবস রাজধানীবাসী