‘আমি হতবাক, মর্মাহত, বিস্মিত ও অপমানিত’
১৭ ডিসেম্বর ২০১৯ ১৩:২৯
ঢাকা: ‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪, ৬২, ৬৬, ৬৯ ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী। অথচ আমার নাম রাজাকারের তালিকায়! আমি সত্যিই হতবাক,মর্মাহত, বিস্মিত ও অপমানিত। সীমাহীন অযত্ন ও অবহেলার সাথে সংশ্লিষ্ট কর্তপক্ষ রাজাকারের তালিকা প্রচার ও প্রকাশ করেছে।’
মঙ্গলবার (১৭ মার্চ) নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়ে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছেন। অথচ আজ আমি সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায়। এটির পেছনে মুক্তিযুদ্ধের বিপক্ষ কোন শক্তি কাজ করেছে। তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, মন্ত্রীর দুঃখ প্রকাশ
এসময় গোলাম গোলাম আরিফ টিপু বলেন, কিভাবে রাজাকার আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো , সেটা কিভাবে হলো এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর।
https://youtu.be/PRKkPmB33jQ
আশা করছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়া এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনবেন বলেও আশা করছি।’
এর আগে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, আমরা এর আগে যতবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের কাছে ট্রাইবুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি তারা কোনদিন তা আমাদের সরবরাহ করেনি।