Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারিদ্রের হার ২০.৫%: পরিকল্পনামন্ত্রী


১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:২৭

ঢাকা: দারিদ্রের হার আরও কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি বলছে, গত বছর ২১ দশমিক ৮ শতাংশ হলেও চলতি বছর তা ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে হত দারিদ্রের হার ১১ দশমিক ৩ শতাংশ থেকে নেমেছে ১০ দশমিক ৫ শতাংশে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পলিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রীর সামনে দারিদ্রের নতুন এ হার প্রকাশ করেছে বিবিএস। এতে প্রধানমন্ত্রী ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয়ের জরিপ অনুযায়ী, ২০০০ সালে দারিদ্রের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০০৫ সালে তা ৪০ শতাংশে ও ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে আসে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০১৬ সালে এ হার দাঁড়ায় ২৪ দশমিক ৩ শতাংশ।

এরপরে নতুন করে জরিপ না হলেও জিডিপি প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ২০১৭ সালে ২৩ দশমিক ১ শতাংশ ও ২০১৮ সালে ২১ দশমিক ৮ শতাংশ দারিদ্রের প্রাক্কলন করে বিবিএস।

টপ নিউজ দারিদ্রের হার

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর