ক্ষমতা পেলে দুই বছরে পৃথিবী বদলে দেবেন নারীরা: বারাক ওবামা
১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৬
‘মাত্র দুই বছরের জন্য বিশ্বের সব দেশের রাষ্ট্রক্ষমতা নারীর হাতে গেলে তারা পৃথিবীকে বদলে দিত। সেই পরিবর্তন হতো ভালোর জন্য’—বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (১৬ ডিসেম্বর) সিঙ্গাপুরে ‘নেতৃত্ব’ বিষয়ক একটি ভাষণে তিনি এই মন্তব্য করেন। বিবিসি।
বারাক ওবামা বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে, মাত্র দুই বছরের জন্য বিশ্বের সব দেশের ক্ষমতা নারীদের হাতে গেলে, জীবনযাত্রার মানসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসত।’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘নারীরা ত্রুটিহীন নন, কিন্তু নিঃসন্দেহে পুরুষের তুলনায় ভালো।’
ওবামার চোখে নারীরা অনেক কিছুতেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, ‘সরলীকরণ না করেই আমি বলব, সামাজিকতার গুণের কারণে নারীরা পুরুষের তুলনায় অনেক দিকেই বেশি যোগ্য।’
ওবামা তার বক্তব্যে বিশ্বের প্রায় সব সমস্যার জন্য ‘বয়স্ক পুরুষদের’ (Old Men) দায়ী করে বলেন, ‘সারাবিশ্বে এই সমস্যাগুলোর দিকে তাকালে দেখা যায়, বয়োবৃদ্ধরা, মূলত বয়স্ক পুরুষরা, এসব সমস্যা থেকে বের হতে দিচ্ছেন না।’
ওবামার এই বক্তব্যের সমর্থনে বেশ কিছু গবেষণাও রয়েছে। যেমন, শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের লিয়াটড গ্রাজুয়েট স্কুল অব বিজনেসের সুসান ই পারকিনস ও কলাম্বিয়া বিজনেস স্কুলের ক্যাথেরিন ডাব্লিউ ফিলিপসের করা একটি গবেষণায় দেখা গেছে, বিভিন্ন বর্ণ ও জাতির বসবাস রয়েছে এমন দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পুরুষের তুলনায় নারী রাষ্ট্রপ্রধানরা ভালো করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকশিত এই গবেষণায় দেখা গেছে, বিভিন্ন জাতিবিশিষ্ট দেশগুলোর মধ্যে নারীরা ক্ষমতায় আছেন এমন দেশগুলোর জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশ যেখানে পুরুষ রাষ্ট্রপ্রধানদের দ্বারা পরিচালিত এমন দেশগুলোর জিডিপি বৃদ্ধির হার ১.১ শতাংশ।
পারকিনস ও ফিলিপসের গবেষণার মূল প্রতিপাদ্য হল, অর্থনীতিতে নারী নেত্রীদের ভূমিকা প্রমাণ করে যে তারা রাষ্ট্র পরিচালনায় পুরুষদের তুলনায় ভালো করছেন।
এর আগেও নারী নেতৃত্ব নিয়ে একই ধরনের মতামত দিয়েছিলেন ওবামা। ২০১৮ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার টাউন হলে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ করেছিলেন। সেসময় তিনি বলেন, ‘ইদানীং পুরুষরা আমার স্নায়ুর ওপর চাপ ফেলছেন। প্রতিদিন সংবাদপত্র পড়ি আর ভাবী, ভাইরা আমার, তোমাদের সমস্যা কী? আমাদের সমস্যা কী?’ আমরা অনেক বেশি সহিংস, আমরা অযথা তর্জন গর্জন করি। কিন্তু নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করছি না।’
‘তাই আমি মনে করি, এই উপমহাদেশে (আফ্রিকা) আরও বেশি সংখ্যক নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে। এতে করে নেতৃত্বে ভালো কিছু নীতির দেখা পাওয়া ভাবে,’ বলেন ওবামা।
২০১৭ সালের ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে একটি অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আরও বেশি নারীকে ক্ষমতায় আসতে হবে। কারণ, পুরুষ নেতৃত্বে অনেক সমস্যা দেখছি আজকাল।’—এএফপি।
ওবামা বলেন, ‘একজন ভালো নেতা নিজেকে ও তার চারপাশের লোকজনকে জিজ্ঞাসা করেন, কীভাবে আমার চারপাশের মানুষদের জীবনমান উন্নত করা যায়? কীভাবে তাদের ক্ষমতায়ন বাড়ানো যায়? কীভাবে ভালো কিছু করতে চায় এমন ব্যক্তিদের একতাবদ্ধ করতে হবে?’
সিঙ্গাপুরে বক্তব্য দেওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি আবারও রাজনীতিতে ফিরে আসবেন কি না। উত্তরে তিনি বলেন, ‘কখন সরে দাঁড়াতে হবে সেটা জানাই বেশি গুরুত্বপূর্ণ।’ বিবিসি।