সার্টিফায়েড কপি দিতে দেরি করায় রাজউক ম্যাজিস্ট্রেটকে তলব
১৭ ডিসেম্বর ২০১৯ ২১:৫০
ঢাকা: ভ্রাম্যমাণ আদালতের মামলার সার্টিফায়েড কপি দিতে দেরি করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রট জেসমিন আক্তারকে তলব করেছেন আদালত।
আগামী ১৬ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয় আদেশের কপি না দওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে আদালত প্রকল্প উপদেষ্টা লিমিটেড নামে প্রতিষ্ঠানকে করা এক লাখ টাকা জরিমানার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদশ দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়তুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকার্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে প্রকল্প উপদেষ্টা লিমিটেডের কারিগরি পরিচালক মো. মনিরুজ্জামান হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আছরারুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ১৪ নভেম্বর রাজউকের ভ্রাম্যমাণ আদালত প্রকল্প উপদেষ্টা লিমিটেড নামে একটি কনসালটেন্সি, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। ওই দিনই জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই আদেশের সার্টিফায়েড কপি চেয়ে গত ৪ ও ৫ ডিসেম্বর আবেদন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। কপি না পাওয়ায় আপিল করতে পারছন না তারা।