কেরাণীগঞ্জে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০
১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫২
ঢাকা: কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্লাস্টিক কারখানায় লাগা আগুনে দগ্ধ সোহান (১৯) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সবমিলিয়ে ২০ জনের প্রাণ গেল।
বুধবার (১৮ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোহান জামালপুরের মেলান্দহ উপজেলার গোপীন্দি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে কেরাণীগঞ্জের প্রাইম প্যাক্ট নামের প্লাস্টিক কারখানায় কাজ করতো ও সেখানকার হিজলতলা এলাকায় থাকতো।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সোহানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ তার সে মারা যায়। কেরাণীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ১২জন এখনও ইনস্টিটিউটে ভর্তি আছে।’
উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩৩ জন দগ্ধ হন।