Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে শীত বাড়ছে, হাসপাতালে রোগীর ভিড়


১৮ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ছেয়ে যায় পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় বিশেষ করে রাতে ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। প্রায় সব রোগীই এসেছেন ঠাণ্ডা, সর্দি, জ্বর, কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টা পর্যন্ত কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুই-একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচলও। চরাঞ্চলের মানুষ আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারনের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর