Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক শর্তে ব্যারিস্টার কায়সার কামালের জামিন


১৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৮

ঢাকা: প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক শর্তে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এ জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলাটি যেহেতু দুইজন আইনজীবীর মধ্যকার ব্যাপার। দুইজনই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য। সুতরাং তাদের মধ্যে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। বাদীর যে অভিযোগ তা নিষ্পত্তি করার জন্য সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা হস্তক্ষেপ করবেন এমনটি প্রত্যাশা করেছেন আদালত।

পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল জেলখানা থেকে একটি লিখিত অঙ্গীকারনামা দেবেন যাতে বাদীর পরিবারের কোনো বিষয়ে তিনি হস্তক্ষেপ বা ইন্টাফেয়ার করবেন না।

পরে আদালত তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত ৫ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের করা মামলায় ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ। পরে নিম্ন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

টপ নিউজ ব্যরিস্টার কায়সার কামাল


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর