Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রে ভাসাল চীন


১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার শানডং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বিশ্বমানের নৌশক্তি গড়ার ক্ষেত্রে চীনের উচ্চাভিলাষী স্বপ্নের বহিঃপ্রকাশ এটি। খবর সিএনএনের।

প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশ এই এয়ারক্রাফট ক্যারিয়ারের উদ্বোধন করেন। তিনি এই রণতরীর নামের সনদ ও চীনের পতাকা ক্যাপ্টেনের হাতে তুলে দেন।

শানডং চীনের নৌবহরে যুক্ত হওয়া দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রথমটির নাম লিয়াওনইং, চীন এটি ইউক্রেন থেকে ১৯৯৮ সালে কিনে নেয়। সেটি ছিল সোভিয়েত প্রযুক্তিতে তৈরি।

গ্রিফিথ এশিয়ান ইনস্টিটিউট এর পেটার লেটন বলেন, মূলতঃ লিয়াওনইং ব্যবহার করা হতো প্রশিক্ষণের উদ্দেশে। তবে শানডংকে যুদ্ধক্ষেত্রে নিযুক্ত করা যাবে। নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের ফলে বৈশ্বিক নৌশক্তিতে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাতারে স্থান পেল চীন।

বিজ্ঞাপন

সম্প্রতি চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ে ফেঙ্গে যুক্তরাষ্ট্রের মার্ক এস্পারকে হুঁশিয়ারি জানান, ওয়াশিংটন যাতে দক্ষিণ চীন সাগরে ক্ষমতা প্রদর্শন বন্ধ করে। এই ঘটনার এক মাস পরেই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের উদ্বোধন করল চীন।

এয়ারক্রাফট ক্যারিয়ার চীন নৌশক্তি