Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকস্মিক শীতে কাঁপছে ঢাকা


১৯ ডিসেম্বর ২০১৯ ০০:২৬

ফাইল ছবি

ঢাকা: হঠাৎ নামা শীতে বুধবার (১৮ ডিসেম্বর) থেকেই কাঁপতে শুরু করেছে রাজধানী ঢাকার বাসিন্দারা। একদিন আগেই হালকা কাপড় পরে বাইরে বের হওয়া গেলেও আজ সূর্য ডোবার পর থেকে সেটি সম্ভব হচ্ছে না। শীতের ভারী পোশাক পরতে দেখা যাচ্ছে সাধারণ মানুষদের।

আবহাওয়া অফিস বলছে, বুধবার সকাল থেকেই রাজধানীর পরিবেশ শীতল হতে শুরু করেছে। ঠাণ্ডার মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। আগামী কয়েকদিন নগরীতে হিমেল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার মধ্য দুপুরে ঢাকায় তাপমাত্রা ছিল মাত্র ১৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাল দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন রংপুরের রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীত ঢাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর