ভারতের কয়েকটি অঞ্চলে ‘নাগরিকত্ব আইন’ বিরোধী সমাবেশ নিষিদ্ধ
১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:২৪
ভারতের বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) এর বিরুদ্ধে যেকোনো সভা-সমাবেশ ও আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকটি অঞ্চলে। রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ ও কর্ণাটকের ব্যাঙ্গালুরুসহ সহিংস অঞ্চলগুলোতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।
উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং সাধারণ জনগণকে অনুরোধ করেছেন আন্দোলনকারীদের থেকে দূরে থাকার জন্য। পুলিশের নির্দেশনায় বলা হয়েছে যাতে চারজনের বেশি একসঙ্গে জমায়েত না হয়।
এছাড়া, চেন্নাইতে কোনো ধরনের আন্দোলনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের নিষেধ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছে আন্দোলনকারীরা। তারা উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালুরু, মুম্বাই, দিল্লিতে আবারও জড়ো হওয়ার পরিকল্পনা করছে।
অব্যাহত রয়েছে পুলিশের ধরপাকড়। আটক করা হয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ ও সমালোচক রামচন্দ্র গুহকে। তিনি সরকারের সমালোচক হিসেবে পরিচিত। দিল্লিতে আটক করা হয় রাজনৈতিক কর্মী যোগেন্দ্রকে।