Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই দুই মারমা বোনের বিষয়ে তদন্ত চায় মানবাধিকার কমিশন


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪১

 স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান যৌন নির্যাতনের শিকার মারমা দুই বোনের ছবি, নাম, পরিচয়, পিতা-মাতার নাম প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়। যা গ্রহণযোগ্য নয় বলে প্রতীয়মান হয়। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে বলে জানিয়েছে মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশন থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান ড. কাজী রিয়াজুল হকের বরাতে আরও বলা হয়, ‘গত ২৪ জানুয়ারি মারমা সম্প্রদায়ের দুই বোন যৌন নির্যাতনের শিকার হন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কমিশন আমলে নিয়ে তার পরের দিনই রাঙ্গামাটির জেলা প্রশাসককে ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরদিনই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ’

কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই বোনের সঙ্গে দেখা করে আলোচনা করেন। তিনি আরও বলেন, ‘মারমা মেয়েদের যৌন নির্যাতনের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে কমিশন আইন অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’

কমিশন থেকে জানানো হয়, ঘটনা অনুসন্ধানে কমিশনের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শন, ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিনিধিদলের প্রতিবেদন পাওয়ার পর কমিশন সরকারকে সুপারিশ করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/জেএ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর