Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো আইইউবি এসেনশন ২০১৯


১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:০৪

বিজয়ের মাসে, বাংলাদেশের মাটিতে হয়ে গেল আন্তর্জাতিক বিতর্কের সবচেয়ে বড় আসর “আইইউবি এসেনশন ২০১৯”। ১১ থেকে ১৪ ই ডিসেম্বর, দেশ-বিদেশের ৩৬০ জনেরও বেশি বিতার্কিক, বিচারক ও পর্যবেক্ষকদের অংশগ্রহণে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেট ক্লাব (আইইউবিডিসি) এর আয়োজনে হয়ে গেল, সর্বমোট ৪ দিন ব্যাপী  বৃহত্তম এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। এই আসরের মাধ্যমে, বিতর্ক বিশ্বকে বাংলাদেশে নিয়ে আসার এটি ছিলো চতুর্থ ও শেষ আয়োজন। বরাবরের মতই, এই আয়োজনের টাইটেল স্পন্সর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

বিজ্ঞাপন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর কিট মার্সার এবং র‍্যাচেল ও’নুনাইন কে হারিয়ে, “আইইউবি এসেনশন ২০১৯” এর উন্মুক্ত ক্যাটাগরির চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে নিলো ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) এর সাজিদ খন্দকার ও সৌরদিপ পল এর দল। বিজয়ের মাসে, এ যেনো অভূতপূর্ন আরেক বিজয়।

চ্যাম্পিয়নদলের সৌরদিপ পল বলেন, “বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিতর্ক অভিজ্ঞতা, এসেনশন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এজন্য যে, ঢাবির আইবিএ’র জন্য বাংলাদেশে আমার সর্বশেষ বিতর্ক টুর্নামেন্ট ছিলো এসেনশন। এই টুর্নামেন্ট এর ডেকোরেশনের প্রতিটি উপাদান এবং অমায়িক অতিথিপরায়নতা, আমি সবসময় মনে রাখবো।“

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর কিট মার্সার বলেন, “এসেনশনের যেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশী অনুরণিত করেছে, তা হলো সাড়া বিশ্ব থেকে আসা বিতার্কিকদের সংখ্যা এবং অত্যন্ত দক্ষ কেন্দ্রীয় বিচারক প্যানেল। দেশবিদেশের অনেক  বিতার্কিক এবং বিশেষত স্কুল বিতার্কিকদের এই টুর্নামেন্টে আনার জন্য এই সার্কিটের আগ্রহ ও উদ্দিপনা দেখে আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি এটি বিশ্বের শ্রেষ্ঠ বিতর্ক টুর্নামেন্ট গুলোর মধ্যে অন্যতম”।

হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় একাডেমিয়া স্কুলের মাহাথির ও মানাল এর দল। রানার্স আপ হয় এসএফএক্স গ্রিনহেরাল্ড এর অঙ্কিতা দে এবং রিশী ভট্যাচার্জ।

নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) এর সৈয়দ শাদাব এবং আয়মানুল ইসলামের দল। আর রানার্স আপ হন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনলজি (আইইউটি)এর যাহিন রাইদাহ ও তৌকির আযম চৌধুরী।

বিজ্ঞাপন

শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন, উন্মুক্ত ক্যাটাগরিতে আইবিএ এর সাজিদ খন্দকার, হাইস্কুল ক্যাটাগরিতে মাস্টারমাইন্ডের ইনকিয়াদ পাটোয়ারী এবং নভিস ক্যাটাগরিতে ভারতের ইগ্নাইট মাইন্ডস এর রোহিত মিধা।

উন্মুক্ত ক্যাটাগরির শ্রেষ্ঠ বিতার্কিক, আইবিএ’র সাজিদ খন্দকার বলেন, “জাকজমকপুর্নতা, আতিথেয়তা ও প্রতিযোগিতাপুর্নতার দিক দিয়ে, ‘আইইউবি এসেনশন’ শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত। সৌভাগ্যক্রমে, ১৫টির বেশি দেশে আমার বিতর্ক করার সুযোগ হয়েছে। কিন্তু এই টুর্নামেন্ট আমার কাছে বাকি সবগুলোর চেয়ে অনেক বেশি প্রিয়। আমি অকপটভাবে আশা করছি, এই টুর্নামেন্ট ভবিষ্যতে আবার আয়োজন করা হউক।“

আইইউবি বিতর্ক প্রতিযোগিতা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর