Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৪২

ঢাকা: কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মারা যান মফিজুল ইসলাম। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২১ জনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মফিজুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া মফিজুলের শ্বাসনালিও পুড়ে যায়।

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মারা যান সোহান। সোহানের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোহানের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোপিন্দি গ্রামে। কেরাণীগঞ্জের হিজলতলার একটি মেসে থাকতেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে এখন পাঁচজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর বাকি আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

আগুন কেরাণীগঞ্জ ঢামেক বার্ন ইউনিট মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর