Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআইপি মর্যাদা পেলেন কানাডা প্রবাসী ব্যবসায়ী দম্পতি


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৪২

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনাবাসী ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেলেন কানাডা প্রবাসী ব্যবসায়ী দম্পতি এম মনিরুজ্জামান ও শাহানিমা জামান।

বাংলাদেশে বৈধ চ্যানেলে সবচেয়ে বেশি মুদ্রা প্রেরণকারী হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের এ সম্মানে ভূষিত করেছে। কানাডা প্রবাসী ওই দম্পতির পক্ষে ঢাকায় প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে সিআইপি কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট নেন সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের পর্বে নির্বাচিত প্রবাসী সিআইপিদের এই সম্মাননা দেওয়া হয়। মনিরুজ্জামান ও শাহানিমা জামান ছাড়াও অনুষ্ঠানে মোট ৪২ জনকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। এর মধ্যে ৩৬ জন রেমিট্যান্স প্রেরণকারী এবং ছয় জন বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে প্রবাস থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননা পেলেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ কানাডা প্রবাসী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ব্যবসায়ী দম্পতি সিআইপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর