পদ্মা ব্যাংকের সঙ্গে ইসলামপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের চুক্তি
১৯ ডিসেম্বর ২০১৯ ১৮:৩০
ঢাকা: শিক্ষার্থীদের স্কুলের ফি সংগ্রহ করার জন্য ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। এই চুক্তির আওতায় পদ্মা ব্যাংক লিমিটেড ওই স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি সংগ্রহ করবে।
সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেডের জামালপুরের ইসলামপুর শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। পদ্মা ব্যাংক লিমিটেডের পক্ষে করপোরেট লায়বেলিটি হেড আমিরুল ইসলাম আর ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুস সালাম চৌধুরী ও গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় পদ্মা ব্যাংক লিমিটেডের জামালপুর ইসলামপুর শাখার ব্যবস্থাপক মো. শাফাকাত আলী ওসমানীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পদ্মা ব্যাংক এক্সক্লুসিভ ফি কালেকশন চুক্তির আওতায় কলেজের প্রায় আড়াই হাজার ছাত্রী তাদের সমস্ত ফি পদ্মা ব্যাংকের যেকোন শাখায় খুব সহজ পদ্ধতিতে জমা দিতে পারবে। গ্রাহকদের সুবিধার্থে পদ্মা ব্যাংক অচিরেই মোবাইল অ্যাপ সুবিধা নিয়ে আসতে যাচ্ছে। যার মাধ্যমে অভিভাবকরা নিজ মোবাইল ফোন থেকে যেকোন সময়ে কলেজ ফি এক মিনিটের মধ্যেই জমা দিতে পারবেন। শাখায় গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ভোগান্তিতে পোহাতে হবে না।