শ্রীলংকায় যুক্তরাষ্ট্রের পাঁচশ মিলিয়ন ডলারের প্রকল্প স্থগিত
১৯ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৫
রানিল বিক্রমাসিংহে সরকারের নেওয়া পাঁচশ মিলিয়ন ডলারের প্রকল্প স্থগিত করেছে গোটাবায়া রাজাপক্ষ সরকার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ওই চুক্তির অধীনে প্রকল্পগুলো পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। খবর স্পুটনিক নিউজ।
রাজাপক্ষ সরকারের মন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে গণমাধ্যমকে জানিয়েছেন, ওই চুক্তি পুনর্বিবেচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট জমা দিবে। তারপর চুক্তিটি সংসদে উত্থাপন করা হবে।
এর আগে, বিক্রমাসিংহে সরকারের সময় শ্রীলংকায় চীনা বিনিয়োগের বিপরীতে এই বিপুল পরিমান বিনিয়োগের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তখনই বিরোধীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই বড় বরাদ্দের বিপক্ষে জোরাল মতামত গড়ে ওঠে। তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন, শ্রীলংকার সার্বভৌমত্বের বদলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই তহবিল গ্রহণ করছে সরকার।
তবে এ ব্যাপারে কলোম্বর মার্কিন দূতাবাস জানিয়েছে, এই অর্থ সাহায্যের অধীনে যুক্তরাষ্ট্র শ্রীলংকায় কোনো জমি অধিগ্রহণও করেনি। তাহলে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রসঙ্গ কিভাবে আসছে?
প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে রাজাপক্ষ সরকার জানিয়েছিল, তারা ক্ষমতায় যাওয়ার পর চীনের সাথে শ্রীলংকার সম্পর্ক উন্নয়নে কাজ করবে। রাজাপক্ষ সরকারের ওই সিদ্ধান্তের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের পাঁচশ মিলিয়ন ডলারের প্রকল্পগুলো স্থগিত করা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।