Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৬


২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৩০) দুর্ঘটনাকবলিত পিকআপের চালক ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শাহ আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শীলব্রত বড়ুয়া জানিয়েছেন, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাস এবং উল্টোদিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে জামালকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-সাইফুল (২৬), জইসান (২২), তুষার (৩৩), ঝুমুর (২২), মো সাইফুল (২৫) ও বাদশা মিয়া (২৪)।

চট্টগ্রামে দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর