অবকাশে যাওয়ায় দুঃখপ্রকাশ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর
২০ ডিসেম্বর ২০১৯ ১৪:১২
দেশে জ্বলছে দাবানলের আগুন। সেসময় সপরিবারে হাওয়াইয়ে অবকাশযাপনে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ নিয়ে দেশজুড়ে শুরু হয় সমালোচনা। জনগণের মনোভাব বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির।
এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার (২০ ডিসেম্বর) স্কট মরিসন বলেন, পরিবারের সঙ্গে সময় কাটানোয় দাবানলে ভুক্তভোগী কেউ আমার ওপর ক্ষুব্ধ হয়ে থাকলে আমি দুঃখপ্রকাশ করছি।
মরিসন আরও জানান, তিনি সবসময় দাবানলের খোঁজ খবর নিয়েছেন। নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অস্ট্রেলীয়দের মৃত্যুর বিষয়টিও তিনি জেনেছেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ও কুইন্সল্যান্ডের দাবানলে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন দমকল কর্মীও রয়েছেন।
এনএসডব্লিউতে এখনোও অন্তত ১০০টি দাবানল সক্রিয় রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ায় গড় তাপমাত্রা ইতোমধ্যে নতুন রেকর্ড ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।