Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পলিটিশিয়ানের গণ্ডি পেরিয়ে স্টেটসম্যান শেখ হাসিনা’


২০ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ২১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেকে একজন রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজের উত্তরণ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

একজন দার্শনিকের উক্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রসঙ্গক্রমে বলেন, ‘একজন রাজনীতিবিদ কেবল পরের নির্বাচন নিয়ে চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী প্রজন্ম নিয়ে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদের সীমানা পেরিয়ে একজন সফল রাষ্ট্রনায়কের দক্ষতা অর্জন করেছেন।’

বিজ্ঞাপন

‘গত ৪৪ বছরে সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় একজন নেতৃত্বের নাম শেখ হাসিনা’ বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ভাই ও বোনেরা। সময় হাতে নেই। কাউন্সিল অধিবেশনে পেশ করব। শেষবার আপনাদের বলে যাই আসুন, আমরা ২১তম সম্মেলনে নবতর পথযাত্রার শপথ নিই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই প্রতিশ্রুতি পালনের উপযুক্ত শক্তি নিয়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কাজ করতে হবে।’

২১তম কাউন্সিল আওয়ামী লীগ ওবায়দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর