নৌকা বিকল হওয়ায় ৩ দিন ধরে সাগরে ভাসছিল ৫ জেলে
২০ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭
ঢাকা: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া মাছ ধরার নৌকা থেকে পাঁচ জেলেকে তিনদিন পর উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌবাহিনীর জাহাজ বানৌজা ‘সাগর’ কক্সবাজারের মহেশখালী থেকে ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় জেলেসহ ওই নৌকাটি উদ্ধার করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) ও নাজিম উদ্দিন (১৫)। তারা কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
গত ১৭ ডিসেম্বর নৌকাটি মাছ ধরার জন্য সমুদ্রে যায়। পথের মধ্যে নৌকাটি বিকল হয়ে পড়ে। ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করে। এ সময় জেলেরা পানি ও খাদ্য সংকটে পড়ে। পরবর্তীতে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ সাগর ভাসমান নৌকাটি দেখতে পায় এবং দ্রুত জেলেদের উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা ও সহযোগিতা শেষে বানৌজা সাগর ওই মাছ ধরার নৌকাটি কুতুবদিয়া চ্যানেলে নিয়ে আসে। পরে মালিকের কাছে সেটি হস্তান্তর করা হয়।