লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
২০ ডিসেম্বর ২০১৯ ২০:১৫
জয়পুরহাট: গত মৌসুমের ৬০ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০১৯-২০২০ আখ মাড়াই শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুম।
এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চিনিকল চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রবীণ আখচাষী হিসাবে হান্নান চৌধুরী আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সদর দফতরের মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আমজাদ হোসেন ফকির, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার উপস্থিত ছিলেন ।
চিনিকল সূত্র জানায়, চলতি ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৭.৫০ ভাগ।
এবার আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলের অধীনে ১০টি সাব-জোনে ৭১টি আখ ক্রয় কেন্দ্রে আখ কেনা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।