Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিদের ভোটে টিকে গেল বরিসের ব্রেক্সিট পরিকল্পনা


২০ ডিসেম্বর ২০১৯ ২১:০৮

৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনাকেই সমর্থন করলেন ব্রিটিশ এমপিরা। শুক্রবার (২০ ডিসেম্বর) এই প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ৩৫৮-২৩৪ ভোটে প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনাটি সংসদে গৃহীত হয়েছে। খবর বিবিসি।

এরপর এই প্রস্তাবটি আরও পর্যবেক্ষণের জন্য হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসে পাঠানো হবে। ওইসব ফোরাম থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই দীর্ঘদিন থেকে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিয়ে জটিলতা, তার অবসান হবে।

বিজ্ঞাপন

এই বিলটিতে কালক্ষেপন না করে ৩১ জানুয়ারির মধ্যে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পথকে সুগম করবে বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী বরিস জনসন গণমাধ্যমকে জানান, এই বিল যুক্তরাজ্যের সামনের পথে এগিয়ে যাওয়ার সনদ।

অপরদিকে, বিরোধী লেবার পার্টির নেতা জেরমি করবিন তার দলের সংসদ সদস্যদের এই বিলের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন। তিনি বলেন, যুক্তরাজ্যকে সামনে এগিয়ে নেওয়ার আরও অনেক পথ আছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বরিস জনসন ব্রেক্সিট যুক্তরাজ্য

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর