Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমজেএফের সভাপতি রুবেল, সম্পাদক মনির


২০ ডিসেম্বর ২০১৯ ২২:২৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ২২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের আউটপুট এডিটর হাসান ইমাম রুবেল, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর পুরান পল্টনের এক রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এ কমিটি গঠিত হয়।

কমিটির সহ-সভাপতি হলেন- দৈনিক মানব জমিনের সিনিয়র রিপোর্টার এমএম মাসুদ, যুগ্ম সাধরণ সম্পাদক বাংলানিউজের সিনিয়র রিপোর্টার এসএমএ কালাম এবং অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। এই তিন পদে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে হাসান ইমাম রুবেল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য রিপোর্ট টুয়েন্টিফোরের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক মনির হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজনেস আওয়ার টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন পেয়েছেন ১৯ ভোট।

অন্যদিকে কার্যনিবার্হী ৬টি পদে নির্বাচিত হয়েছেন- বার্তা টুয়েন্টি ফোরের মাহফুজুল ইসলাম, ঢাকা ট্রিবিউনের নিয়াজ মাহমুদ সোহেল, ঢাকা ট্রিবিউনের ইব্রাহিম হোসেন অভি, সানবিডি টুয়েন্টি ফোরের গিয়াস উদ্দিন ও শেয়ারবাজার প্রতিদিনের নাজমুল ইসলাম ফারুক।

এর আগে. সিএমজেএফের উপদেষ্টা সুনীতি কুমার বিশ্বাসকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন- সিএমজেএফের সাবেক সভাপতি অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান, সিএমজেএফের সিনিয়র সদস্য জিটিভি‘র সিটি এডিটর রাজু আহমেদ।

নির্বাচনে ৫৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৮ জন।

পুঁজিবাজার সিএমজেএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর