ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের নিন্দা জানালেন মাহাথির
২১ ডিসেম্বর ২০১৯ ১২:৪২
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভারতের সংশোধনী নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন। এত বছর ভারতীয়রা শান্তিপূর্ণভাবে বসবাসের পর কেন হঠাৎ এমন আইনের প্রয়োজনবোধ করল বিজেপি সরকার তাও জানতে চেয়েছেন মাহাথির।
শনিবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য দেওয়া হয়।
‘মুসলিমবিদ্বেষী’ এই আইনের কারণে মানুষ মারা যাচ্ছে জানিয়ে মাহাথির বলেন, বিগত ৭০ বছর ধরে ভারতীয়রা কোনো সমস্যা ছাড়াই বসবাস করছে। হঠাৎ করে কেন নাগরিকত্ব আইন-সিএএ এর প্রয়োজন পড়ল।
৯৪ বয়স্ক এই নেতা বলেন, ভারত নিজেদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করে। কিন্তু এখন মুসলিমদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে। এটা দুঃখজনক।
মালয়েশিয়ায় এমন কিছু হলে অস্থিরতা শুরু হয়ে যেত বলেও জানান মাহাথির।
প্রসঙ্গত, ভারতে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। অনেক অঞ্চলে জারি রয়েছে ১৪৪ ধারা। দেওয়া হচ্ছে না সমাবেশের অনুমতি। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।
ড. মাহাথির মোহাম্মদ নরেন্দ্র মোদি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)