কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি
২১ ডিসেম্বর ২০১৯ ১৪:০১
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত টানা চার ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।
স্বাভাবিকভাবেই ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক ও ছোট গাড়িসহ প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে। কনকনে শীতের রাতে ঘাট এলাকায় আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বানিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার মধ্য রাত থেকে পদ্মা নদী কুয়াশার আবরনে ঢাকতে থাকে। রাত তিনটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৭টায় কুয়াশা কিছুটা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। ততক্ষনে পাটুরিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে থাকে।