ঝাড়খণ্ডে বুথ ফেরত জরিপে এগিয়ে কংগ্রেসজোট
২১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৮
মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড বিধানসভাতেও হতাশাজনক ফল আসতে পারে বিজেপির জন্য। রাঁচির মসনদ দখলের লড়াইয়ে বিজেপির চেয়ে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। এমনটাই আভাস দিয়েছে টাইমস নাউ এর জরিপ। খবর নিউজ১৮ এর।
ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন সংখ্যা ৮১। এরমধ্যে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ৪৪ আসন পেতে পারে। এছাড়া, বুথ ফেরত জরিপে জানা গেছে বিজেপি পাবে ২৮ আসন।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) ঝাড়খণ্ড নির্বাচনের পঞ্চম তথা শেষ দফা ভোটগ্রহণ শেষ হয়। ফল ঘোষণা করা হবে আগামী ২৩ ডিসেম্বর।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসন জিতেছিল বিজেপি। সেবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৯টি ও কংগ্রেস ৬ আসন জেতে।
ঝাড়খণ্ডের ভোটের শেষধাপে সংশোধিত নাগরিকত্ব আইন ছিল মূল ইস্যু। তাই এই ভোটের রায়ে আন্দোলনের প্রভাব থাকবে বলেই ধারণা করা হচ্ছে।