Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


২১ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৬

ঢাকা: বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছে টপ জিন্স গার্মেন্টস শ্রমিকরা। ফলে দুপাশের সড়কে যানজট চরম আকার ধারণ করেছে। পুলিশ চেষ্টা করেও শ্রমিকদের সরাতে পারছে না।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা অবরোধে যায়।

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার(এসি) সচীন মল্লিক সারাবাংলাকে বলেন, বেলা ১১ টার দিকে টপ জিন্সের শ্রমিকরা সড়ক অবরোধ করে। তারা আশ্বাস চায় বকেয়া তিনমাসের বেতন পরিশোধের।

এর আগে তারা গত ৭ দিন ধরে গার্মেন্টসের ভেতরে আন্দোলন করে আসছে তারা। সমাধান না হওয়ায় আজ শ্রমিকরা রাস্তা অবরোধ করে। হাজার হাজার গাড়ি সড়কে আটকে আছে।

এসি মল্লিক আরও বলেন, মালিক গার্মেন্টস বন্ধ করতে চায়। এরপরও সমস্যা সমাধানে মালিক পক্ষের সাথে আলোচনায় বসেছে পুলিশ।

উত্তরা শ্রমিক আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর