Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা বিচারে বন্দি ১৩৯ আসামির বিচার ৬ মাসে শেষ করার নির্দেশ


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : দেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি থাকা ১৩৯ জনের বিচারকাজ আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।

লিগ্যাল এইডের পক্ষে এক আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে।

পরে আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, ‘আটটি বিভাগের ৬৮ কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের একটি তালিকা করা হয়েছে। যাতে দেখা হয়েছে কেউ সাত বছর, কেউ ১০ বছর ধরে বন্দি রয়েছেন। তাদের বিচারকাজ শুরু হয়নি।’

সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর কারা কর্তৃপক্ষকে চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড।

এ চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রোববার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড।

আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে এসব কারাবন্দিদের মামলা নিষ্পত্তির নির্দেশের পাশাপাশি আদালত বলেছে, এর পর এ নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাকে এসব মামলায় সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ০১ জন, খুলনা বিভাগে ০৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ০৮ জন।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর