Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুই বান্ধবী গণধর্ষণের শিকার


২১ ডিসেম্বর ২০১৯ ২২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুই বান্ধবী গণধর্ষণের শিকার হয়েছেন।

নির্যাতনের শিকার এক নারীর স্বামী বাদী হয়ে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে তারা ধর্ষণের শিকার হন।

ধর্ষণে জড়িত সন্দেহে রাতেই সাতজনকে আটক করে পুলিশ। এরা হলেন— ইউসুফ মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৬), রবিলাল উড়াং (২০), বিকাশ মুন্ডা (২৩), আবু সুফিয়ান (৪৫), রুবেল মিয়া (২৭) ও আলমগীর হোসেন (২৫)।

মামলা হওয়ার পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, গত রাত দেড়টার দিকে দুই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়।

গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর