Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা শেষে দুপুরে সমাহিত হবেন ফজলে হাসান আবেদ


২২ ডিসেম্বর ২০১৯ ১০:০৫

ঢাকা: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সমাহিত করা হবে। তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শ্রদ্ধা জানানো শেষে সেখানে সাড়ে ১২টায় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ফজলে হাসান আবেদকে বনানী কবরস্থানে তার স্ত্রী আয়েশা আবেদের পাশে সমাহিত করা হবে।

এদিকে স্যার ফজলে হাসান আবেদের স্মরণে রোববার বেলা দুইটা থেকে মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে একটি শোকবই খোলা হবে। এ ছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাল সোমবার এবং সারা দেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

ফজলে হাসান আবেদ ব্র্যাক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর